১নং সাধুহাটি ইউনিয়নে জিয়া পরিষদের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদাহের সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নে জিয়া পরিষদের আয়োজনে ডাকবাংলা বাজারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি আলমগীর কবির নান্ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জিয়া পরিষদ সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান, থানা জিয়া পরিষদ সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আল-আমিন। সদর থানা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আনাম, কৃষক দলের সভাপতি মোকলেসুর রহমান তরুণ, শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম তুহিন, ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু, সাধারণ সম্পাদক মুজাহিদ, মাগুরা ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম মোল্লা, মৎস্যজীবী আহবায়ক হোসেন, আব্দুর রউফ ডিগ্রী কলেজ সহকারি অধ্যাপক মোহাম্মদ নাদিম, অবসরপ্রাপ্ত অগ্রণী সিনিয়র ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, পিন্টু, জীবন, তারিকুল, মোখলেসুর, হুমায়ুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজুর রহমান।