১০টি উপাদানে তৈরি হবে ‘মেসি বার্গার’

Share Now..


আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির নামের বার্গার আসছে বাজারে। আগামী মার্চ থেকে পাওয়া যাবে ‘মেসি বার্গার’ নামের ওই খাবারটি। ইতোমধ্যে হার্ড রক ক্যাফে নামের একটি রেস্

টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

প্রতিবেদনে বলা হয়, মোট ১০টি উপাদান দিয়ে ‘মেসি বার্গার’ তৈরি করা হয়েছে। মার্চের শুরু থেকে সব জায়গায় পাওয়া গেলেও ইতোমধ্যেই দুই জায়গায় মেসি হামবার্গার বিক্রি শুরু করেছে হার্ড রক ক্যাফে রেস্টুরেন্টটি। যুক্তরাষ্ট্রের মিয়ামি ও ফ্লোরিডার হলিউডে বিক্রি শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে।

এর দাম এখনো নির্ধারিত হয়নি। কিন্তু পরীক্ষামূলকভাবে ১১ দশমিক ৯৫ ডলারে বিক্রি হয়েছে বার্গারটি। বাংলাদেশি টাকায় যা এক হাজার টাকার বেশি। দুইটি বিফ প্যাট্টিসের সঙ্গে বার্গারে থাকছে, চিজ, স্লাইজড চোরিজো, লাল পেয়াঁজ, লেটুস পাতা, টমেটো ও হার্ড রকের বিশেষ সস।

মেসির সঙ্গে চুক্তির খবরটি জানিয়ে হার্ড রক ইন্টারন্যাশনালের সিওও জন লুকাস বলেছেন, ‘পৃথিবী বিখ্যাত ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারাটা আমাদের জন্য গর্বের। হার্ড রক ক্যাফের বার্গার তাকে সঙ্গে নিয়ে পরের পর্যায়ে নিতে আমরা তার সঙ্গে চুক্তিটি করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *