১০০ ভাগের বেশি দেওয়ার জন্য প্রস্তুত জামাল ভূঁইয়ারা
একশ ভাগের বেশি দিতে বললেন অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, ‘আমরা জানি নেপাল শক্তিশালী দল। আমাদের দলে রয়েছে লিগের সব সেরা ফুটবলার। আমাদের আত্মবিশ্বাস আছে। আমি আমাদের খেলোয়াড়দের জানি তারা একশভাগের বেশি দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।’
তিনি বলেন, ‘গোল নিয়ে অনেক কথাই হয়। তবে এটাও মনে রাখতে হবে মাঠে ১১ জন খেলছে। যে কেউ গোল করতে পারেন। সুযোগ পেলে তাকে অনুমতি নিতে হবে না।’
সোহেল রানা লালকার্ড পেয়েছিলেন মালদ্বীপের বিপক্ষে। তিনি খেলতে না পারাটা দলের জন্য ক্ষতি। খেলতে পারবেন না রক্ষণভাগে ইয়াসিন আরাফাত। এই ফুটবলার ভারতের বিপক্ষে গোল করে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়েছিলেন। দুই হলুদ কার্ডের কারণে নামতে পারছেন না। এছাড়াও বাংলাদেশের একাধিক ফুটবলার হলুদ কার্ড পেয়েছেন। হলুদ কার্ডের বিষয়ে কোচ জামাল ভূঁইয়াদের জানিয়েছেন কার্ড নিয়ে কোনো কথা নয়। জীবন দিয়ে লড়াই করতে হবে।
সোহেল রানা গত দুটি সাফ খেলেছেন। দুর্ভাগ্যক্রমে এবার শুরুতেই মাঠে নামতে পারেননি। প্রথম ম্যাচে জ্বরের কারনে মাঠে বাইরে থাকতে হয়েছিল। তার চোখে এবারের সাফ ভিন্ন রকম। আগের সাফের খেলাগুলো হয়েছে গ্রুপ ভিত্তিক। আর এবার সাফ হচ্ছে লিগ পদ্ধতিতে। মালদ্বীপে সংবাদমাধ্যমকে সোহেল রানা জানিয়েছেন, নেপাল শক্তিশালী দল, হারানো সহজ হবে না। গোল খাওয়া যাবে না এবং গোল করতে হবে। সেটাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।