১০ ওভারের আগেই ৪ উইকেট নেই
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ১০ ওভার শেষ হতেই চার উইকেট হারিয়ে ব্যাকফুটে টাইগাররা।
প্রথম ম্যাচে শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন লিটন কুমার দাস। কিন্তু আজকের ম্যাচে ব্যর্থ হলেন তিনি। পাওয়ার প্লে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণেই রাখতে সক্ষম হয়েছে সফরকারী আফগানিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার ৯.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৪৬ রান। এ নিয়ে টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে’তে ওভারপ্রতি ছয়ের বেশি রান নিতে ব্যর্থ বাংলাদেশ।
তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আউট হয়েছেন ১০ বলে ৪ রান করে। ফর্মে থাকা লিটন দাস ছক্কা হাঁকালেও ১০ বলে ১৩ রান করেই সাজঘরে ফিরেছেন। এরপর নবম ওভারে ১৯ বলে ১৩ রান করে আউট হন নাইম শেখ।
সাকিব আল হাসানও সুবিধা করতে পারেননি। ১৫ বলে ৯ করে ফিরেছেন সাজঘরে। এখন ক্রিজে আছেন মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ।