১৬ বছরের অত্যাচার ভুলে ৩ মাসের পেছনে লেগেছে: সারজিস

Share Now..

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিপরীতে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। এই গণজমায়েত থেকে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

রোববার (১০ নভেম্বর) গণজমায়েতে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগের ১৬ বছরের অত্যাচার-নির্যাতন এবং বর্বরতার কথা তুলে ধরেন। এ সময় তিনি ৫ আগস্টের পর ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টারও কঠোর প্রতিবাদ ও নিন্দা জানান। সারজিস বলেন, আমরা গত ১৬ বছর ভুলে গিয়ে ৩ মাসের পেছনে লেগেছি। এ সময় আন্দোলনের শহীদ এবং আহতদের আত্মত্যাগের কথা গণমাধ্যমে তুলে ধরারও আহ্বান জানান তিনি।
 
আন্দোলনের পরিপূর্ণ ফল ঘরে তুলতে তিনি সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ১৬ বছরের অপকর্মের কথাগুলো বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে অনুরোধ জানাচ্ছি।

এর আগে, শনিবার রাত থেকেই দল-মত নির্বিশেষে ছাত্র-জনতা এবং বিভিন্ন পেশার মানুষ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে অবস্থান নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে গণজমায়েত কর্মসূচি দেন। 

One thought on “১৬ বছরের অত্যাচার ভুলে ৩ মাসের পেছনে লেগেছে: সারজিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *