১৬ মাস বয়সী বোনকে হত্যা, ভাইয়ের আমৃত্যু সশ্রম কারাদণ্ড

Share Now..


জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ মাস বয়সী বোনকে ডোবার পানিতে ফেলে হত্যার দায়ে ভাইয়ের আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২১ আগস্ট) দুপুরে জামালপুর দায়রা ও জেলা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি নির্মল কান্তি ভদ্র। দণ্ডিত ইন্দ্রজিৎ ঘোষ সরিষাবাড়ি উপজেলার শিমলা গোপীনাথ এলাকার পরিতুষ চন্দ্র ঘোষের ছেলে।

জানা যায়, ইন্দ্রজিৎ ঘোষকে অন্য একটি ধারায় তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও বিশ হাজার টাকা অর্থদণ্ডসহ উভয় সাজা একত্রে চলবে বলে জানিয়েছে আদালত সূত্র। মামলার রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রায়ে জানানো হয়, ২০১৭ সালের ২২ জানুয়ারি গভীর রাতে মামা শ্বশুরের কুপরামর্শে ইন্দ্রজিৎ ঘোষ তার ছোট বোনকে হত্যা করে সরিষাবাড়ি বাস টার্মিনাল এলাকায় ময়লা ও কচুরি পানাযুক্ত পুকুরে লাশ গুম করে। এ ঘটনার পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা পরিতোষ চন্দ্র ঘোষ।
মামলায় ২৪ জনের মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ইন্দ্রজিৎ ঘোষকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আনন্দ মহন্তকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। চাঞ্চল্যকর এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন জয়ন্ত কুমার দেব।বাল্যবিয়ের দেওয়ার প্রস্তুতিকালে ভ্রাম্যমাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *