১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন দাস
বিগত ২০২১ সালের শুরু থেকে টেস্ট ক্রিকেটে লিটন দাস যে ফর্মে আছেন, তাতে তাকে বর্তমানে বিশ্বের সেরা উইকেটকিপার ব্যাটার বললে ভুল বলা হবে না। প্রতিটি সিরিজে সেটির প্রমাণও রাখছেন তিনি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। ম্যাচটি বাংলাদেশ হেরে গেলেও সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন এই ব্যাটার।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়েও পারফরম্যান্সের ধারাবাহিকতার ফল মিলেছে। টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন লিটন দাস। এই মুহূর্তে অবস্থান করছেন ১৫তম স্থানে। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।
অধিনায়ক মুমিনুল হকও র্যাংকিংয়ে এগিয়েছেন। ৮ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে ওঠে এসেছেন তিনি। এছাড়া ২১ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশি বোলারদের মধ্যে ১৭ ধাপ এগিয়েছেন পেসার এবাদত হোসেন। তার অবস্থান ৮৮তম।
Existe alguma maneira de recuperar o histórico de chamadas excluídas? Aqueles que possuem backup na nuvem podem usar esses arquivos de backup para restaurar registros de chamadas de celular. https://www.mycellspy.com/br/tutorials/how-to-recover-deleted-call-history-from-husband-phone/