১৭ রানে শেষ ইমরুলের ১৭ বছরের ক্যারিয়ার

Share Now..

সাদা পোশাকে ক্যারিয়ারের শেষ ম্যাচটি রাঙাতে ব্যর্থ হলেন ক্রিকেটার ইমরুল কায়েস। গতকাল জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের হয়ে ব্যাট হাতে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের বিপক্ষে মাত্র ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। আর প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ১৬ রান। তাতে ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার শুরু করা ইমরুলের বিদায় ম্যাচে রান এলো ১৭। 

দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার শেষে কিছুটা হতাশা ও আক্ষেপ রয়েই গেল। ইমরুলের মতো তার দলও ধুঁকছে হারের শঙ্কায়। ঢাকার সামনে রয়েছে ১০৩ রানের বাধা। আজ সোমবারসহ হাতে রয়েছে দুদিন, উইকেট ১০টি। তাতে সহজ জয় তুলে নেওয়ার পথে শুভাগত হোমদের ঢাকা। অন্যদিকে ইমরুল-মোহাম্মদ মিঠুনরা তাকিয়ে আছেন এই রান তোলার আগে ১০ উইকেট তুলে নেওয়ার দিকে। তবে সেই কাজটি মোটেও সহজ হবে না। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজই সাদা পোশাকে শেষ দিন হবে ইমরুলের, যদি পূর্ণাঙ্গ সময় খেলা হয়। এর আগে গেল শনিবার বিদায়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। আজ তার টেস্ট ক্যারিয়ারের শেষ দিন হলে বিসিবির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।

তবে শেষ দিনটি হারের হতাশা দিয়ে শেষ হবে কিনা, তা নির্ভর করছে খুলনার বোলারদের ওপরে। প্রথম ইনিংসে খুলনা ১৭২ রানে অলআউট হলে ঢাকা করে ১৬০ রান। এরপরে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রান করে ইমরুলদের দল। তাতে ১০৩ রানের লক্ষ্য দাঁড়ায় স্কোরবোর্ডে। আজ তৃতীয় দিনে ঢাকার লক্ষ্য এই রান টপকে যাওয়া, আর খুলনার লক্ষ্য ১০ উইকেট তুলে নেওয়া। এ দিকে এই ম্যাচের বাইরে এনসিএলে আরও তিনটি ম্যাচ চলছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেট অপেক্ষা করছে ঢাকা মেট্রোর বিপক্ষে জয় তুলে নেওয়ার। ৪ উইকেটে ৪৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো। তার আগে দলটি প্রথম ইনিংসে করেছিল ১৩০ রান। আর সিলেট এক ইনিংসেই ৩৭৬ রান করেছে। তাতে আরও ১৯৭ রান না তুলতে পারলে ঢাকা মেট্রো দেখবে ইনিংস ব্যবধানে হার।

রাজশাহীতে বরিশাল-রংপুরের লড়াই চলছে সমানে সমান। এই ম্যাচটিতে বড় কিছু না হলে ড্রতেই শেষ হতে পারে। আর চট্টগ্রামে রাজশাহী-চট্টগ্রামের খেলায় বেশ এগিয়ে আছে স্বাগতিকরা। ইয়াসির আলি চৌধুরী রাব্বিরা অপেক্ষা করছেন রাজশাহীর ২ উইকেট তুলে নেওয়ার। তারপরে ছোট লক্ষ্য টপকে জয় নিশ্চিত করতে মরিয়া চট্টগ্রাম।

One thought on “১৭ রানে শেষ ইমরুলের ১৭ বছরের ক্যারিয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *