১ হাজারেরও বেশি পারমাণবিক বোমা বানাবে চীন: পেন্টাগন

Share Now..


চীনের পারমানবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা অধিদফতর পেন্টাগনের মতে, আগামী ২০৩০ সালের মধ্যে এক হাজারেরও বেশি পারমাণবিক বোমা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ‘মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপল’স রিপাবলিক অব চায়না (পিআরসি) ২০২১’ নামে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ফাঁস করেছে পেন্টাগন।

তারা জানিয়েছে, ২০২০ সাল থেকে পারমাণবিক প্রকল্প উন্নয়নে বড় বিনিয়োগ শুরু করেছে চীন। দেশটির সরকার ২০৩০ সালের মধ্যে ৪০০ পারমাণবিক অস্ত্র বানানোর লক্ষ্য নির্ধারণ করেছিলো। চলতি বছর চীন উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিসহ বোমা উৎক্ষেপণের জন্য জল-স্থল ও আকাশপথে প্ল্যাটফরম নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে চীন। ইতিমধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করেছে তারা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *