২০২৬ বিশ্বকাপ টাস্কফোর্সের নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প

Share Now..

২০২৬ সালে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজন করবে এই আসরটি। এই বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাতের দিনে এই টাস্কফোর্স গঠন করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তবে টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে। ইএসপিএনের খবরে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপ ফুটবল এমন সময়ে হতে চলেছে, যখন উত্তর আমেরিকা মহাদেশে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা বাড়ছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী প্রতিক্রিয়াও দেখিয়েছে।

তবে এতে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস।’ বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্কফোর্স নিরাপত্তা ও বিবিধ পরিকল্পনা নিয়ে কাজ করবে। বিশ্বকাপ আয়োজন করা দারুণ সম্মানের বলে মনে করছেন ট্রাম্প।  ফিফা অফিশিয়ালদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা আমাদের দেশের জন্য দারুণ সম্মানের বিষয়।’ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি মহাদেশটিতে যেমন এগিয়ে চলছে, তেমনি শুল্ক আরোপ করা নিয়ে ট্রাম্পের বারবার হুমকি দেওয়া, বাজার অস্থিতিশীল করে তোলা, যেটা বাণিজ্যযুদ্ধে রূপ নিয়ে অর্থনৈতিক মন্দাও ডেকে আনতে পারে। এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার পাশাপাশি কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে পারে—এমন মন্তব্যও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই কথার পর দুই দেশের সীমান্তে উত্তেজনাও বেড়েছে।

২০২৬ বিশ্বকাপ অংশ নেবে মোট ৪৮টি দেশ। তিন দেশ মিলিয়ে হওয়া ১০৪ ম্যাচের ৭৮টিই হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোয় হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই ফাইনাল হওয়ার কথা রয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *