২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

Share Now..

চলতি মাসের ২৪ তারিখে পর্দা উঠছে প্যারিস অলিম্পিকের। গত বৃহস্পতিবার এবারের অলিম্পিক আসরে অংশগ্রহণ করতে যাওয়া ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি জানান, ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে আগ্রহী ভারত। 

এই নিয়ে মোদি বলেন, ‘আমরা ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজন করতে চাই। আশা করছি পারব। দেশে ক্রীড়া পরিবেশ তৈরি করতে তা সাহায্য করবে। কাজ চলছে। পরিকাঠামো তৈরি করা হচ্ছে।’  

সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতার মধ্যে কোনো কিছু করতে বলছি না। কিন্তু অবসর সময়ে পর্যবেক্ষণ করো কীভাবে গেমস আয়োজন করা হচ্ছে। কী কী ব্যবস্থা করা হয়েছে। সেই পর্যবেক্ষণ আমাদের সাহায্য করবে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে।’ 

যদিও এর আগে ২০২১ সালে ভারত জানিয়েছে ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় তারা। তবে ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক ও পোল্যান্ড। তবে এর আগে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ও ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবনে বসবে অলিম্পিকের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *