২০ লাখ ইউক্রেনীয় পোল্যান্ডে আশ্রয় নিয়েছে
Share Now..
রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে শুরু করেছে নাগরিকরা। এদের মধ্যে ২০ লাখের মতো ইউক্রেনীয় পোল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পোলিশ বর্ডার গার্ড কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এ প্রসঙ্গে ওয়ারসো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাসিয়েজ ডুসজিক জানান, রুশ আগ্রাসন শুরু পর থেকে অন্তত ১ কোটি ৯৫ লাখ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে। যাদের মধ্যে ৫ লাখ মানুষ পোল্যান্ড থেকে অন্য রাষ্ট্রে চলে গেছেন।
পোলিশ বর্ডার গার্ড কর্তৃপক্ষ জানায়, বুধবার (১৬ মার্চ) ৬০ হাজার মানুষ পোল্যান্ডে প্রবেশ করেছে। যা আগেরদিনের তুলনায় ১১ শতাংশ কম।
বিবিসি জানায়, ইউক্রেন থেকে পোল্যান্ডে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষ ওয়ারসো, ক্রাকও ও রোক্লো শহরে অবস্থান করছেন।