‘২১ আগস্টের ভয়াবহ ঘটনা আজও ভুলতে পারিনি’
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি-
ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা আমি খুব কাছ থেকে দেখেছি। সে দিনের ঘটনা আজও ভুলতে পারিনি। শান্তি প্রতিষ্ঠার ওই জনসভায় গ্রেনেড হামলা কোন সাধারণ হামলা ছিল না, এটি একটি পরিকল্পিত এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই করা হামলা।
শনিবার (২১ আগস্ট) গ্রেনেড হামলা দিবস-২০২১ উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি মনে করি আগস্টের দু’টি ঘটনায় আল্লাহ বঙ্গবন্ধু কন্যাকে প্রাণে বাঁচিয়ে রেখেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য। তার সোনার বাংলা প্রতিষ্ঠা আজ ছুঁই ছুঁই করছে। তাই জননেত্রী শেখ হাসিনা ও তাঁর শাসনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এজন্য আমাদের স্ব-স্ব জায়গা থেকে কাজ করে যেতে হবে।
সকাল সাড়ে ১০ টায় ম্যুরালে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে এসময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ফোরাম ও ইবি ছাত্রলীগ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।