২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন মিতালি রাজ

Share Now..

ভারতের পুরুষ ক্রিকেট দলের মতো বর্তমানে দেশটির নারীরাও বিশ্ব মানচিত্রে দাপট দেখাচ্ছে। নারী ক্রিকেটে সেরা দলগুলোর মধ্যে অন্যতম ভারত। তাদের আজকের এই অবস্থানে আসার পেছনে অনেক বড় অবদান মিতালি রাজের। দীর্ঘ ২৩ বছর আন্তর্জাতিক মঞ্চে নিজ দেশকে প্রতিনিধিত্ব করেছেন। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তি পর্যায়ে।

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন এই ব্যাটার। আজ বুধবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক স্ট্যাটাসে অবসরের ঘোষণা দিয়েছেন মিতালি রাজ।
১৯৯৯ সালের ২৬ জুন, আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে মিতালির। শেষ ম্যাচ খেলেছেন গত ২৭ মার্চ নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের হয়ে ১২ টেস্টে ৪৩.৬৮ গড়ে ৬৯৯ রান করেছেন। সেঞ্চুরি একটি ও অর্ধশত ৪টি। ২৩২ ওয়ানডেতে ৫০.৬৮ গড়ে রান করেছেন ৭৮০৫। সেঞ্চুরি ৭টি ও অর্ধশত ৬৪টি। এবং ৮৯ টি-টোয়েন্টিতে ৩৭.৫২ গড়ে রান করেছেন ২৩৬৪। ১৭টি অর্ধশত রয়েছে। সব ফরম্যাট মিলিয়ে বল হাতে শিকার করেছেন ৮ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *