২৮তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় হিজলগাড়ী বহুমুখী কওমী মাদ্রাসায় ১৩ জন শিক্ষার্থী বিজয়ী

Share Now..

\ হিজলগাড়ী প্রতিনিধি \
চুয়াডাঙ্গা দর্শনা থানা শাখার আয়োজনে ২৮ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় দর্শনা আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দর্শনা থানা শাখায় প্রায় ১৫ টি মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।এর মধ্যে চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১৩ জন থানা পর্যায় উত্তীর্ণ হয়ে আগামী ১৪ নভেম্বর জেলা প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।
পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় ৪ টি গ্রæপে নিয়ে প্রতি গ্রæপ থেকে ৭ জন করে বিজয়ী সন্মাননা ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়।
বিজয়ী শিক্ষার্থী হলো- মোঃ সিয়াম আহমেদ, পিতাঃ আফজাল গ্রাম ডিহি, মোঃ জুবায়ের হোসেন, পিতাঃ ইরফান আলী গ্রামঃ ছোটশলুয়া, মোঃ আসিব পিতাঃ নাসির উদ্দীন, গ্রামঃ ডিহি, মোঃ তৌফিক আহমেদ, পিতাঃ শওকত আলী গ্রামঃ বলদিয়া, মোঃ হুসাইন পিতাঃ আহসান গ্রামঃ ছোটশলুয়া, মোঃ মনিরুল ইসলাম, পিতাঃ হামিদুল গ্রামঃ ৬২ নং আড়িয়া, মোঃ রাকিবুল ইসলাম পিতাঃ ইউসুফ আলী গ্রামঃ গ্রীশনগর, মোঃ সিয়াম পিতাঃ মৃত সিরাজুল ইসলাম গ্রামঃ ডুগডুগি, মোঃ আহমদ পিতাঃ দ্বীন ইসলাম গ্রামঃ বোয়ালিয়া, মোবারক হোসেন পিতাঃ আরমান আলী গ্রামঃ খয়েরহুদা জীবননগর, মোঃ ইমদাদুল পিতাঃ গোলাম হোসেন গ্রামঃ ৬২নং আড়িয়া, মোঃ হাবিবুল্লাহ পিতাঃ জসিম উদ্দীন গ্রামঃ কুলচারা

আলমডাঙ্গা, মোঃ তানভীর পিতা আকরাম হোসেন গ্রাম কোটালী, পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা আবদুল খালেক এবং বিশেষ অতিথি ছিলেন দর্শনা বাস- ট্রাক মালিক সমিতির সভাপতি জনাব মো আলমগীর হোসেন, এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেন হাফেজ জুবায়ের বিন আবদুল খালেক ও হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *