২৮ বছর পর মিস ওয়ার্ল্ডের আয়োজক ভারত

Share Now..

দীর্ঘ ২৮ বছর পর ৭১ তম মিস ওয়ার্ল্ড অনুষ্ঠানের আয়োজন করবে ভারত।  সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে।  

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ৭১ তম মিস ওয়ার্ল্ডের আসর বসবে ভারতে। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল পেজের তরফে এক্সে পোস্টের মাধ্যমে ঘোষণা করা হয়। 

পোস্টে লেখা হয়, ‘মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে সিবিই জানিয়েছেন উত্তেজনার পারদ চড়ছে কারণ আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হল ভারত। সৌন্দর্য, ডাইভারসিটি এবং নারী স্বাধীনতার উদযাপনের অপেক্ষায় আমরা। একটা দুর্দান্ত সফরের জন্য তৈরি হয়ে যান।’

এরআগে ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠান। তারপর আর ভারতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। 

১৯৬৬ সালে প্রথমবারের জন্য কোনও ভারতীয় এই খেতাব অর্জন করেন। আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রাই বচ্চন মিস ওয়ার্ল্ডেরমুকুট জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পার।

১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরেই ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

এরপর লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব পান মানুষী চিল্লার।

655 thoughts on “২৮ বছর পর মিস ওয়ার্ল্ডের আয়োজক ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *