৩৩ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী হেরাহ
অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে ৩৩ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার এলেইন থম্পসন হেরাহ। ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকে রেকর্ড গড়েন তিনি।
শনিবার (৩১ জুলাই) ফাইনালে স্বর্ণ জেতার পাশাপাশি ১০০ মিটারের রুপা ও ব্রোঞ্জও গেছে একই দেশে। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড সময়ে ১০০ মিটার দৌড়ে এতদিন সবচেয়ে কম সময় নেওয়ার রেকর্ডটি মালিক ছিলেন। এবার মাত্র ০ দশমিক ১ সেকেন্ড কম সময়ে অলিম্পিকে নতুন রেকর্ড তৈরি করলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হেরাহ।
১০০ মিটার স্প্রিন্টে পরের দুই বিজয়ীও ক্যারিবীয় দেশ জ্যামাইকার। শেলি অ্যান ফ্রেজার প্রাইস ১০ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে জিতলেন রৌপ্য পদক এবং একই দেশের আরেক স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ১০ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতলেন ব্রোঞ্জ পদক।
তিনটি স্বর্ণ জয়ের আশা নিয়ে এবার টোকিও অলিম্পিকের ট্র্যাকে নেমেছিলেন শেলি অ্যান ফ্রেজার প্রাইস। চলতি বছরের সেরা টাইমিংও করেছিলেন তিনি। ১০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি চলতি বছরের একটি স্প্রিন্টে। এছাড়া টোকিও অলিম্পিকের সেমিফাইনালেও হেরাহ-এর চেয়ে এগিয়ে ছিলেন প্রাইস।
কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিনি। থম্পসন হেরাহ-এর কাছেই হেরে গেলেন। তিনি টাইমিং করলেন ১০ দশমিক ৭৪ সেকেন্ড।