৩৫৪ পিস ইয়াবা ১৪ গ্রাম হেরোইনসহ ইবি শিক্ষার্থী আটক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি-
৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে আটক করেছে কুষ্টিয়া র্যাব। ওই শিক্ষার্থীর নাম সুমন আহমেদ। তিনি বিশ^বিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কুষ্টিয়ার খাজানগর এলাকার বাসিন্দা মোহাম্মাদ জিন্নাহ আলীর ছেলে। গত ৩১ আগস্ট (মঙ্গলবার) র্যাব সুমনকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন কুষ্টিয়ার খাজানগর সুবর্ণা অটো রাইস মিল মালিক মোহাম্মদ জিন্নাহ আলীর ছেলে। গত ৩১ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব তার বাড়িতে অভিযান চালায়। এরপর তার বাড়ি থেকে ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। বুধবার (১ সেপ্টেম্বর) র্যাব বাদী হয়ে ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে ও থানা পুলিশে সোপর্দ করে।
র্যাব কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, আমাদের হাতে তথ্য ছিল সুমনের কাছে ফেন্সিডিলও আছে। তবে তার বাড়িতে ফেন্সিডিল পাইনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মামলা দায়েরের দিনই (১ সেপ্টেম্বর) আসামীকে কোর্টে উঠানো হয়। কোর্ট আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি এখনো ঘটনাটি জানিনা। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখবো।