৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপে কানাডা

Share Now..

প্রথমবার ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল কানাডা। সেবার গ্রুপ পর্বে সব ম্যাচই হেরেছিল তারা। এরপর কেটে গেছে ৩৬ বছর! আর কোনো বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি তারা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কাতার বিশ্বকাপের টিকিট কাটতে সক্ষম হয়েছে কানাডা।

রবিবার (২৭ মার্চ) রাতে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডা। এর মধ্য দিয়ে এই অঞ্চল থেকে সবার আগে কাতারের টিকিট কাটলো তারা। এদিন অবশ্য ড্র করলেও চলতো তাদের। কিন্তু ঘরের মাঠের দর্শকদের হয়তো হতাশ করতে চাননি দলটির ফুটবলাররা। প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়েছেন।

কনকাকাফ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোরও বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত। তবে কাগজে-কলমে তারা এখনো কোয়ালিফাই করেনি। আরও একটি ম্যাচ বাকি, সেটির পরই নিশ্চিত হওয়া যাবে।

রবিবার পানামাকে ৫-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র, হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। দুই দলেরই পয়েন্ট এখন ২৫। আর কোস্টারিকার পয়েন্ট এখন ২২।

One thought on “৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপে কানাডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *