৩ কৃষকের আত্মহত্যা ঝিনাইদহে কৃষক দলের মানববন্ধন

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
শেরপুরের নলিতাবাড়ী ও রাজশাহীর গোদাগাড়ীতে ৩ কৃষকের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে কৃষক দলের জেলা কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ^াস, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা কৃষক দলের সদস্য সচিব লাভলুর রহমান বাবলুসহ অন্যান্যরা। কর্মসুচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, নলিতাবাড়ীর কৃষক শফিউদ্দিন, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাই বটতলা নিমঘুটু গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি আত্মহত্যার মূল কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের শাস্তি দিতে হবে। বিএনপি নেতারা অভিযোগ করেন, এই সরকার জালেম ও ফ্যাসিষ্ট। এরশাদের স্বৈরতন্ত্রকেও হাসিনা সরকার হার মানিয়ে বিশ্বের বুকে অত্যাচারী শাসক হিসেবে স্থান করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *