৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার

Share Now..

ইন্দোনেশিয়ায় বিশাল আকৃতির অজগর সাপের পেট থেকে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবারে এই ঘটনা ঘটে। মৃত নারী ফরিদা (৪৫) ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের বাসিন্দা।

গ্রামের প্রধান সুয়ার্দি রোসি বার্তা সংস্থা এএফপিকে গণমাধ্যমকে জানান, চার সন্তানের জননী ফরিদা গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের এক স্থানে ফরিদার পরিহিত জামা কাপড়ের অংশ পাওয়া যায়। এ ঘটনা সন্দেহজনক হয়ে উঠলে আশেপাশে তল্লাশি শুরু হয়। এর কিছু দূরেই একটি বিশাল পেটের অজগর সাপের দেখা মেলে। সেই সাপের পেট অনেক বড় আকারে ফুলে ছিল। 

এরপর তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। সাপটির পেট কাটার কিছুক্ষণের মধ্যেই ফরিদার মাথা বের হয়ে আসে। এরপর পোশাক পরিহিত অবস্থায় ফরিদাকে সাপের পেটে পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকার সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ মিটার (১৬ ফুট)। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার এসব অঞ্চলে সাপের আক্রমণ বেশ বেড়েছে। এতে বেশ কয়েকজন মারাও গেছে। 

গত বছর ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে আট মিটার দৈর্ঘ্যের অজগর সাপ শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল। এর আগেও ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *