৪০ শতাংশ বাংলাদেশি কর্মী নিতে পারবে সৌদির বেসরকারি প্রতিষ্ঠান

Share Now..

সৌদি আরবের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীসংখ্যার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে প্রতিষ্ঠানগুলো দেশ দু’টি থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ কর্মী নিতে পারবে। বৃহস্পতিবার (৮ জুলাই) সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল কিওয়ার বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এখন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মোট কর্মীর ৪০ শতাংশ বাংলাদেশি ও ভারতীয় নিয়োগ দিতে পারবে। আর ইয়েমেনিদের ক্ষেত্রে এ সংখ্যা ২৫ শতাংশ।
ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি ই-মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে যেসব প্রতিষ্ঠানে নির্ধারিত সংখ্যার চেয়ে এসব দেশের কর্মীসংখ্যা বেশি আছে, তারা ওই কর্মীদের কাজ ও বসবাসের সুযোগ দিতে পারবে। তবে নতুন করে কর্মী আনতে গেলে ‘নতুন নির্দেশনা’ মানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *