৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে তালায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা
সাতক্ষীরার তালায় ব্রাজিলের ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থকরা। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে তালা সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার যাত্রাস্থানে গিয়ে শেষ হয়।
ব্রাজিলের পতাকা হাতে ও জার্সি পরে সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেয়।
তালা ব্রাজিল ফ্যান ক্লাবের অন্যতম সদস্য অর্ঘ্য ঘোষ বলেন, সুদূর কাতার বিশ্বকাপে অংশ নিচ্ছে আমাদের প্রাণের দল ব্রাজিল। প্রিয় দলকে স্বাগত জানাতে আমাদের এই ভালোবাসা। আমরা ৫০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করেছি। পতাকাটি ব্রাজিলের খেলোয়াড়দের জন্য উৎসর্গ করলাম।
ব্রাজিল ফ্যান ক্লাবের সংগঠক সুমন হোড় বলেন, আমরা তালা ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থকরা প্রিয় দল ব্রাজিল ও খেলোয়াড় নেইমারকে ভালোবেসে আমরা এই আয়োজন করেছি। আমরা আশা করি এ বিশ্বকাপও ব্রাজিলের ঘরে উঠবে।’
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চার শতাধিক সমর্থকরা অংশ নেয় বলে তিনি জানান।
Join millions of players and experience the excitement of our online community! Lucky Cola