৫০ বছর বয়সীরাও পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

Share Now..

এখন থেকে ৫০ বছর হলেই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত ৭ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এখন সরকারের হাতে ৯ কোটি ৩০ লাখ ডোজ। এ পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দেওয়া হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘সরকারের ১১ দফা বিধিনিষেধ মানতে হবে। না হলে ওমিক্রন বাড়বে। গত কয়েকদিনে ওমিক্রন ১৮ শতাংশ বেড়েছে। এভাবে সংক্রমন বাড়লে হাসপাতালে জায়গা হবে না। এ নিয়ে সরকার চিন্তিত। তাই সবাইকে মাস্ক পরতে হবে স্বাস্থ্য বিধি মানতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ার সঙ্গে টিকার চুক্তি হয়েছিল কিন্তু এখনো তা দেয়নি। স্পুটনিক লাইট নামে একটা টিকা তারা দিতে চায়। কিন্তু তাদের সঙ্গে যে চুক্তি হওয়া আছে, সেটা আগে দিতে হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে।
এর আগে বুস্টার ডোজের জন্য ৬০ বছর বয়স নির্ধারণ করেছিল সরকার।

One thought on “৫০ বছর বয়সীরাও পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

  • February 12, 2024 at 3:23 am
    Permalink

    Existe alguma maneira de recuperar o histórico de chamadas excluídas? Aqueles que possuem backup na nuvem podem usar esses arquivos de backup para restaurar registros de chamadas de celular.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *