৫৪ শতাংশ ইউপি নৌকার দখলে

Share Now..

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। চেয়ারম্যান পদে অনেক জায়গায় ভালো ফলাফল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এখন পর্যন্ত ৩ হাজার ৯৫৭টি ইউপিতে ভোট সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আওয়ামী লীগ ২ হাজার ১৩৫টি, স্বতন্ত্র প্রার্থীরা ১ হাজার ৬৯৫টিতে জয়লাভ করেছেন। নৌকার দখলে ৫৪ শতাংশ ইউপি।

অন্যদিকে ৪৩ শতাংশ ইউপিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বিএনপি-সমর্থিত ৩৫০ জন চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। জাতীয় পার্টি-জাপা ৪১টি, জাতীয় পার্টি-জেপি আটটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীরা সাতটি ইউপিতে জয়ী হয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, জমিয়তে উলামায়ে দলের প্রার্থীরা বিজয়ী হন। এখন পর্যন্ত অর্ধশতাধিক ইউপির ফলাফল নানা কারণে আটকে আছে।
২০১৬ সালে প্রথম বার অনুষ্ঠিত দলীয় প্রতীকে ইউপির ভোটে আওয়ামী লীগ তুলনামূলক অনেক ভালো করেছিল। তৎকালীন ছয় ধাপে মোট ৪ হাজার ১০৪টি ইউপিতে ভোট হয়। সেই সময় ২ হাজার ৬৫২টি ইউপিতে নৌকা জয়লাভ করে; কিন্তু এবার ইতিমধ্যে প্রায় ৪ শতাধিক ইউপির জয় হাতছাড়া হয়ে গেছে দলটির।ইসি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা প্রথম ধাপে ২৬৯, দ্বিতীয় ধাপে ৪৮৬, তৃতীয় ধাপে ৫২৫, চতুর্থ ধাপে ৩৯৭, পঞ্চম ধাপে ৩৪১ ও ষষ্ঠ ধাপে ১১৭টিতে জয় পায়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা প্রথম ধাপে ৮৮টি, দ্বিতীয় ধাপে ৩৩০, তৃতীয় ধাপে ৪৪৬, চতুর্থ ধাপে ৩৯০, পঞ্চম ধাপে ৩৪৬, ষষ্ঠ ধাপে ৯৫টিতে জয়ী হন। সর্বশেষ সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপের ২১৮টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২১৬টি ইউপির ফলাফল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে ১১৭টি ইউপিতে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। এছাড়াও জাতীয় পার্টি-জাপা তিনটি, জাতীয় পার্টি-জেপি একটি ইউপিতে জয়ী হয়েছে। এই ধাপে ইভিএমে অনুষ্ঠিত ভোটে রেকর্ডসংখ্যক ভোটার ভোটদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *