৬০ কোটি টাকা মূল্যের সাপের বিষ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

Share Now..

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আনুমানিক ৬০ কোটি টাকা মূল্যের সাপের বিষ, বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৪ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০।  

গ্রেপ্তাররা হলেন—এনামুল হক (৫৪), সফিকুল ইসলাম (৫৪), এরশাদ আলী (৩৬) ও সৈয়্যদ মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ (৩৪)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১০ কেজি নকল কোবরা সাপের বিষ, নগদ ৩৬ হাজার ২৩৫ টাকা ও ভারতীয় ৩৬০ রুপি উদ্ধার করা হয়।

চক্রটি কুখ্যাত আন্তর্জাতিক চোরাকারবারির সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল। 

র‌্যাব জানায়, প্রতারকচক্রটি সাপের বিষ রাখতে বিশেষ ধরণের কাচের কৌটা ব্যবহার করে। এসব কাচের কৌটার গায়ে লেখা থাকে বিভিন্ন দেশের নাম ও কোড নম্বর। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এই বিষ সংগ্রহ করে। পরবর্তীতে এগুলো বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে বিক্রি করে।  

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *