৬৩ বার চেষ্টার পর …
২০০৫ ফ্রেঞ্চ ওপেন থেকে শুরু। ২০০৭ অস্ট্রেলিয়ান ওপেন থেকে গত বছর পর্যন্ত প্রতিটি গ্র্যান্ড স্ল্যামে অংশ নিয়েছেন; কিন্তু কখনোই শেষ আটে পা রাখেননি আলিজে কর্নে। ৬৩ বার চেষ্টার পর পারলেন তিনি।
গতকাল দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিমোনা হালেপকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলেন এই ফরাসি কন্যা।
দুই ঘণ্টা ৩৩ মিনিটের যুদ্ধে জয়ী হয়ে কর্নে বলেন, ‘কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্নটা সত্যি হলো। বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’ কর্নে ছাড়াও মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ইগা শিওনতেক ও দানিয়েল কলিন্স। তবে কাইয়া কানেপির কাছে ৫-৭, ৬-২,৭-৬ (১০-৭) গেমে হেরে ছিটকে পড়েন দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা। ছেলেদের বিভাগে শেষ আটে পৌঁছেছেন দানিল মেদভেদেভ, স্তেফানোস সিত্সিপাস, জানিক সিনার ও ফেলিক্স অজার ইয়াসিম।