৬ ফুটবলারের হাতে উঠলো ইউরোর গোল্ডেন বুট
ফুটবলে যেকোনো বড় প্রতিযোগিতায় আকর্ষণীয় একটি পুরস্কার গোল্ডেন বুট। যা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পেয়ে থাকেন। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট পেয়েছেন ছয়জন ফুটবলার। তাদের প্রত্যেকেই করেছেন ৩টি করে গোল। ইউরোর ইতিহাসে প্রথমবার ঘটেছে এমন ঘটনা।
সাধারণত সর্বোচ্চ গোলদাতার হাতেই উঠে গোল্ডেন বুট। তবে যদি একাধিক ফুটবলার সর্বোচ্চ সংখ্যক গোল করেন তাহলে তাদের অ্যাসিস্ট সংখ্যা বিবেচনায় (২০২০ নিয়ম অনুযায়ী) নেওয়া হয়। তবে এবার সেই নিয়মে এসেছে বদল। উয়েফা আগেই জানিয়েছিল, গোলসংখ্যায় যে এগিয়ে থাকবে, তিনিই জিতবেন গোল্ডেন বুট। আর একাধিক সংখ্যক ফুটবলারের গোলের সংখ্যা সমান হলে সবাই যুগ্মভাবে গোল্ডেন বুট জিতবেন।
ফাইনালের আগে গোল্ডেন বুটের দৌড়ে ছিলেন ৬ ফুটবলার। সে তালিকায় থাকা দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্পেনের দানি ওলমো ফাইনালে খেলায় সুযোগ ছিল এককভাবে গোল্ডেন বুট জেতার। তবে ফাইনালে গোল করতে ব্যর্থ হয়েছেন তারা। যার কারণে ৬ জনের হাতেই উঠেছে গোল্ডেন বুট।
এবারের আসরে কেইন-ওলমো ছাড়াও গোল্ডেন বুট পেয়েছেন নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার জর্জেস মিকাউতাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ।