৭ নম্বর জার্সির রহস্য ফাঁস করলেন ধোনি 

Share Now..

যাদের নামের সঙ্গে জার্সি নম্বরের সম্পর্কটা অনেক গভীর সেই তালিকায় উপরের দিকে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে জার্সি নম্বর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সম্ভবত ফুটবলে। তবে ক্রিকেটেও অনেকে আছেন। ক্রিকেটে ৭ নম্বর জার্সি দেখলে আপনার মনে সর্বপ্রথম এক উইকেটরক্ষকের ছবি ভেসে ওঠে! 

 ভারতের হয়ে মাঠে নামলেই ধোনির গায়ে শোভা পেতো ৭ নম্বর জার্সিটা। ধোনির পিঠের সঙ্গে ৭ নম্বরের এই বন্ধুত্বটা উপভোগ করেন ক্রিকেট প্রেমীরাও। ভারতের অনেকেই দাবি করেছেন, ধোনির এই ৭ নম্বর জার্সিটা যেন তুলে রাখা হয়। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী আসরেও মাঠে দেখা যাবে তাকে। এখানেও ৭ নম্বর জার্সিই পড়েন ধোনি। ৭ নম্বরের সঙ্গে ধোনির এমন বন্ধুত্বের একটা বিশেষ কারণও আছে।

নিজের ৭ নম্বর জার্সি প্রসঙ্গে ধোনি বলেন, ‘ওই তারিখেই আমি পৃথিবীতে এসেছিলাম। আমি জন্মেছি জুলাই মাসের ৭ তারিখে। জুলাই মাসটাও সপ্তম মাস। আমার জন্মের বছরের শেষ দু’টি সংখ্যা ৮১। ৮ থেকে ১ বাদ দিলে ৭ হয়। তাই যখন আমাকে প্রথম জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কোন সংখ্যার জার্সি নিতে চাও, তখন আমার উত্তর খুবই সহজ ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *