৭ ফুট ৯ ইঞ্চি চুল নিয়ে ভারতীয় নারীর বিশ্ব রেকর্ড

Share Now..

সবচেয়ে লম্বা চুল রাখার বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের উত্তর প্রদেশের এক নারী। ৪৬ বছর বয়সী স্মিতা শ্রীবাস্তবের মাথায় ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল রয়েছে। ১৪ বছর বয়স থেকে চুল বড় করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চুল বড় করার পেছনে অনুপ্রেরণা যুগিয়েছেন স্মিতার মা। ১৯৮০-এর দশকের ভারতীয় অভিনেত্রীদের মধ্যে যাদের লম্বা ও সুন্দর চুল ছিল তারাও স্মিতার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে স্মিতা বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ মনে করা হয়, তাই নারীরা চুল বড় করতেন। লম্বা চুল নারীদের সৌন্দর্য বাড়ায়।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর মতে, সপ্তাহে দুবার নিজের চুল ধুয়ে নেন স্মিতা। লম্বা হওয়ার কারণে বিছানায় দাঁড়িয়ে নীচে একটি চাদর তিনি চুলগুলো মেলে দেন।

রেকর্ড বইয়ে নিজের নাম তালিকাভুক্ত হওয়ার পর উচ্ছ্বসিত স্মিতা বলেন, ভগবান আমার ডাক শুনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *