৭ বছর পর মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ

Share Now..

দীর্ঘ সাত বছর পর মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান-জিৎ। আসছে রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসছেন শাকিব। আর জিৎ হাজির হবেন রায়হান রাফীর ‘লায়ন’ নিয়ে। 

সিনেমা দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। সবাই বলছেন আসন্ন ঈদে বরবাদ-লায়নের হবে কঠিন লড়াই। ২০১৬ সালের ঈদে ‘শিকারী’ ও ‘বাদশাহ’ সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। ‘শিকারী’ দিয়ে শাকিব বাজিমাৎ করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালের ঈদে ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা।

সেবার ‘সুলতান’ দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়ে ছিলেন। ৭ বছর আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন।  পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে ‘বরবাদ’। সবকিছু ঠিক থাকলে আমরা ঈদে আসবো।

‘বরবাদে’ শাকিবের নায়িকা ইধিকা পাল থাকবেন কিন্তু ‘লায়নে’ জিৎয়ের নায়িকা কে হবে সেটির ঘোষণা দেননি পরিচালক রাফী। তিনি বলেন, নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন। সংবাদ সম্মেলন করে জানানো হবে।

‘প্রিয়তমা’ ও ‘তুফানে’র সাফল্যে শাকিবের সময়টা একাদশে বৃহস্পতি হলেও একের পর এক ফ্লপ দিয়ে জিৎয়ের সময় কিছুটা খারাপ যাচ্ছে।

সিনেমাপ্রেমীরা বলছেন, ব্যর্থতা কাটাতে সময়ের হিট নির্মাতা রাফীকে বেছে নিয়েছেন জিৎ। শাকিব-জিৎয়ের এই স্ক্রিন লড়াই কতটা জমে উঠবে সেটির উত্তর মিলবে সিনেমা মুক্তিতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *