৮ মাস পর গোলহীন, দশ ম্যাচ পর লিভারপুলের হার
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আট মাস পর কোনো খেলায় গোল করতে পারেনি লিভারপুরের ফুটবলাররা। টানা দশ ম্যাচ অপরাজিত থেকে বছরের শেষ ম্যাচে এসে হতাশাজনক পরাজয়। লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেই গেলো অলরেডরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে খেলতে গিয়ে দারুণ সব সুযোগ তৈরি করেছিলো লিভারপুল। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি মোহাম্মদ সালাহরা। উল্টো ৫৯ মিনিটে গোল করে ইএফএল কাপে লিভারপুলের কাছে হারের প্রতিশোধ নিলো লেস্টার।
খেলায় ৬৫ শতাংশ সময় বলের দখল রেখেছিল অলরেডরা। গোলের জন্য শট করেছে অন্তত ২১টি, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু তাতে মেলেনি সুফল। অন্যদিকে সারা ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রেখে তাতেই গোল আদায় করে নিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
এই পরাজয়ের পরেও অবশ্য টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। লিগের অর্ধেক অর্থাৎ ১৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে লেস্টার। শীর্ষে থাকা ম্যান সিটির ঝুলিতে রয়েছে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট।
Melhor aplicativo de controle parental para proteger seus filhos – Monitorar secretamente secreto GPS, SMS, chamadas, WhatsApp, Facebook, localização. Você pode monitorar remotamente as atividades do telefone móvel após o download e instalar o apk no telefone de destino.