৯ দল প্রকাশ করলো প্রাথমিক স্কোয়াড

Share Now..

দরজায় কড়া নাড়ছে টি-টোয়ন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী মাসের ২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে এবারের আসর। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দল। গেল পরশু ছিল বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার শেষ দিন। আইসিসির নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যে ৯টি দল প্রকাশ করেছে তাদের স্কোয়াড। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ মোট ১১টি দল একান্তভাবে আইসিসির কাছে জমা দিয়েছে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড।

২০০৭ সালে থেকে অনুষ্ঠিত হয়ে আসা টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও শিরোপার মুখ দেখিনি সর্বোচ্চ ছয় বার ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। তাইতো এবারের আসরে ভালো কিছু করতে মুখিয়ে আছে অজিরা। মিচেল মার্শকে অধিনায়ক করে গেল পরশু বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

এছাড়াও আফগানিস্তান, নেপাল, কানাডা ও ওমান তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে। প্রকাশ্যে দল ঘোষণা করেনি- বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, উগান্ডা, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

আফগানিস্তানের স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিবুর রহমান।

রিজার্ভ: সেদিকউল্লাহ অটল, হজরতুল্লাহ জাজাই, সেলিম সাফি।

নেপালের স্কোয়াড: রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুদীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কমল সিং আইরি।

কানাডার স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়হান পাট, রায়ান খান, মভভা। রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু, পারভীন কুমার।

ওমানের স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ, খালিদ কাইল। রিজার্ভ: যতিন্দর সিং, সময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ, জয় ওদেদ্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *