ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি করোনা আক্রান্ত হরিনাকুন্ড ও মহেশপুর উপজেলায় মৃত ৩ জনসহ মোট ১০৪ তম লাশ দাফন সম্পন্ন করলো।
মোঃ মোহন বিশ্বাস,বয়স-৫৫,
পিতাঃ মুক্তিযোদ্ধা আমিন বিশ্বাস
গ্রামঃমহারাজপুর,ডাকঘরঃহরিণাকুণ্ডু,উপজেলা – হরিণাকুণ্ডু, ঝিনাইদহ গত ২৫/০৬/২০২১ অসুস্থ হলে বাড়িতেই চিকিৎসা নেন। পরবর্তীতে করোনা উপসর্গ দেখা দিলে ৩০/০৬/২০২১ বেলা ১১ঃ০০ টায় হাসপাতালের পথেই ইন্তেকাল করেন।৩০-০৬-২০২১ তাং দুপুর ২.০০টায় গোসল ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।তিনি গ্রাম্য প্রাণী ডাক্তার হিসেবে কাজ করতেন।
২।মোঃসিরাজুল ইসলাম, বয়স-৬৩,পিতা মৃত- ডেঙ্গু মিয়া গ্রাম+ ডাকঃ পান্তাপাড়া,উপজেলা-মহেশপুর,
ঝিনাইদহ ২৮-০৬-২০২১ করোনায় আক্রান্ত হয়ে ২৯-০৬-২০২১ তাং মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়।চিকিৎসারত অবস্থায় ৩০-০৬-২০২১ তাং দুপুর ৩.৩০ টায় হাসপাতালে ইন্তেকাল করেন। ঐদিন রাত ১০.৩০ টায় স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
৩।মোঃ লিটন আলী, বয়স- ৩০, পিতা- মোঃ ছবদুল মন্ডল,গ্রাম- জটারখাল,ইউনিয়ন-জোড়াদহ,
উপজেলা – হরিনাকুন্ড, ঝিনাইদহ করোনা আক্রান্ত হয়ে ০১-০৭-২০২১ তাং সকাল ১১.০০ টায় কুষ্টিয়া সদর হাসপাতাল করোনা ওয়ার্ডে ইন্তেকাল করেন। তাকে অসুস্থ অবস্থায় গত ২৮-০৬-২০২১ তাং হাসপাতালে ভর্তি করা হয়।তিনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। আজ বিকালে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মজিবর রহমান মহোদয়ের অনুমতিক্রমে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে স্ব -স্ব উপজেলার উপজেলা দাফন কমিটির সদস্য ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকের মাধ্যমে উক্ত ৩ জনের মরদেহের দাফন কাজ সম্পন্ন করা হয়।ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১০৪ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করা হলো।
Share Now..