কালীগঞ্জে এমপি আনার হত্যার প্রতিবাদে শোক র‌্যালি মানববন্ধন

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদা কালীগঞ্জে শুক্রবার (২৪ মে) বিকাল চারটার সময় কালিগঞ্জ মেইন-বাসস্ট্যান্ডে মানববন্ধন ও শোক র‌্যালির আয়োজন করা হয়। ঝিনাইদহ ৪- আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার নিজ এলাকার পৌর ৫ নম্বর ওয়ার্ডের আয়োজনে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে উক্ত মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। উক্ত শোক সভা ও র‌্যালিতে কালিগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুমতারিন ফেরদৌস ডরিন তার বক্তব্যে বলেন, আমার বাবার হত্যার খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। অশ্রæসিক্ত নয়নে প্রিয় বাবার স্মৃতিচারণ করেন সে সময় র‌্যালি ও মানববন্ধনে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেনি। আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক ছাত্রনেতা ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনিসুর রহমান মিঠু মালিতা। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার অন্তর্গত মন্ডলপড়া লেনে গোপাল বিশ্বাস নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন অর্থাৎ গত ১৩ মে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আনোয়ারুল আজিম আনার। গত ১৮ মে বরাহনগর থানায় একটি মিসিং ডাইরি করেন আনোয়ারুল আজিম আনারের পরিচিত কলকাতার বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। গোপাল বিশ্বাস মিসিং ডাইরিতে লিখেছেন, গত ১৩ মে দুপুর দেড়টার পর ডাক্তার দেখানোর জন্য আমার বাড়ি থেকে রওনা হয়ে যান তিনি। যাওয়ার সময় বলে যান দুপুরে খাবো না, সন্ধ্যায় ফিরে আসবো। যাওয়ার সময় নিজে গাড়ি ডেকে বরাহনগর বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠে চলে যান। এরপর তিনি সন্ধ্যায় বরাহনগর থানার অন্তর্গত মন্ডলপড়া লেনে বাড়িতে না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান, আমি বিশেষ কাজে দিল্লিতে যাচ্ছি। দিল্লি গিয়ে ফোন করবো, তোমাদের ফোন করার দরকার নেই। গোপাল বিশ্বাস মিসিং ডাইরিতে আরও লিখেছেন, গত ১৫ মে বেলা সাড়ে ১১টার দিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায়, আমি দিল্লি পৌছালাম, আমার সঙ্গে ভিআইপিরা আছে, ফোন করার দরকার নেই। এদিন দুপুরে বরাহনগর মন্ডলপড়া লেনে এমপির পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে গেলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *