Share Now..

ফিরোজ আহম্মেদ,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জে এবার করোনা আক্রান্ত হয়ে জেমিন আক্তার (৩৫) নামে এক নারী মারা গেছে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জেসমিন বিউটি পারলারের ব্যবসা করতেন। সে কালীগঞ্জে পৌর এলাকার মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়ার বাসিন্দা মন্টু আহমেদ মটুক এর সহধর্মীনি। সোমবার রাতেই কালীগঞ্জ উপজেলা করোনা দাফন কমিটির সদস্যরা মরদেহ দাফন করেন। এ নিয়ে তারা ২৫ তম লাশের কাফন দাফন সম্পন্ন করলেন। তার জানাজায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও পৌর মেয়র আশরাফুল আলম উপস্থিত ছিলেন। উপজেলা এ পর্যন্ত ১০ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১৫ জন। এছাড়া উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে ১৩৮০ জন। শেষ মঙ্গলবার আক্রান্ত হয়েছে আরো চারজন। নিহতের স্বামী মন্টু আহম্মেদ মটুক জানান, জেসমিন আক্তার করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে গত ১৬ জুলাই ভর্তি হন। দীর্ঘ ১৫ দিন চিকিৎসারত অবস্থায় থেকে সোমবার বিকাল ৬ টায় মারা যায়। কালীগঞ্জ উপজেলা দাফন কমিটির সদস্য ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন জানান, করোনার এ দুঃসময়ে মারা যাওয়া মানুষের আপনজনরা যখন দুরে সরে যাচ্ছিল। তখন আমরা সাতজন ইমাম দ্বায়িত্ববোধ থেকে নিজ উদ্যোগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের কাপন দাফন কাজে এগিয়ে আসি। সর্বশেষ জেসমিন নামে এক নারীর দাফনের মধ্যে ২৫ জনকে আমরা দাফন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *