Share Now..

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে কারাগারে
\ কয়রা প্রতিনিধি, খুলনা \
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে বন বিভাগ। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জর ভোমরখালি টহল ফাঁড়ির আওতাধীন ছোট কুকুমারী খালে বিষ দিয়ে মাছ শিকার অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২ টি নৌকা, অবৈধ ভেষালীজাল, বিষযুক্ত ৭০ কেজি চিংড়ি মাছ ও ২ টি কীটনাশকের বতল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের শহীদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), হামিদ সরদারের ছেলে মিঠুন সরদার ওরফে লিটন সরদার (৩১), পল্লীমঙ্গল গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের ছেলে আবুল হোসেন (৫০), আইয়ুব গাজীর ছেলে কাজল গাজী (৩০), ছালাম সরদারের ছেলে মাছুম বিল্লাহ (২৭), জাহাঙ্গীর সরদারের ছেলে বাদশাহ (২০)। ভোমরখালি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, নিয়মিত টহলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে ছোট কুকুমারী খালে রওনা হয়ে খালের ভিতরে প্রবেশ করি আমাদের উপস্থিত টের পেয়ে জেলেরা খালের আরও ভিতরে চলে যায়। তাদেরকে ধরার জন্য ট্রলার রেখে ডিঙ্গী নৌকা নিয়ে ২ কিলোমিটার খালের ভিতরে যাওয়ার পর অবৈধ বিষ দিয়ে মাছ শিকার করা অবস্থায় আটক করি। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *