তিন দিনের বিয়ে আয়োজনে ৪৫ হোটেল ভাড়া!

Share Now..

অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। আগামী ৭-৯ ডিসেম্বরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই দুই তারকা। ইতোমধ্যেই তোড়জোড় শুরু। বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জন্য সাজছে রাজস্থান।

টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের রণথমবোরে টানা তিন দিন, অর্থাৎ ৭, ৮ ও ৯ ডিসেম্বর চলবে রাজকীয় আয়োজন। বিয়ে হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেসে।
আয়োজনে অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করা হয়েছে। রণথমবোরের হোটেলগুলো খুব একটা বড় নয়। সে জন্য সংখ্যাটায় আশ্চর্য হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সেই সূত্র। তারকাদ্বয়ের এ বিয়েতে কিছুটা সংকটও তৈরি হয়েছে। হোটেলগুলো বাইরের অতিথি নেওয়া বন্ধ করে দিয়েছে।

এদিকে, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের আনন্দে বাধ সাধছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। এই নতুন আতঙ্কে অতিথি তালিকায় বেশ কিছু নাম ছাঁটাই করতে হয়েছে তাদের।

অন্যদিকে, বিয়ে প্রসঙ্গে জানা যায়, আগামী ৯ ডিসেম্বর মূল আয়োজনটি হবে। এটি হবে জয়পুরে। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকবেন বরুণ ধাওয়ান, কবির খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারাসহ অনেকে। দুই তারকার সংগীতানুষ্ঠানে নাচ শেখানোর দায়িত্ব পড়েছে করণ জোহর এবং ফারহা খানের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *