কলম্বিয়ায় বিক্ষোভে নিহত ১৩, সেনা মোতায়েন
কলাম্বিয়ার ক্যালি শহরের বিক্ষোভে একদিনেই অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র জর্জে ইভান অস্পিনা। দেশটিতে কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু এই ক্যালি শহর। রবিবার (৩০ মে) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এক ভিডিও বার্তায় অসপিনা জানান, এই দুর্ভাগ্যজনক দিনে উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু ঘটেছে। তবে ২৮ মে ঘটা সব মৃত্যুর সঙ্গে বিক্ষোভের সংযোগ আছে এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। এদিন অন্তত ৩৪ জন আহত হওয়ার কথাও জানা গেছে। দেশটিতে জাতীয় ধর্মঘট কমিটি গঠনকারী ইউনিয়ন নেতাসহ সরকার ও বিক্ষোভকারী নেতাদের মধ্যে আলোচনা স্থবির রয়েছে।
ক্যালি শহরের নিরাপত্তা সচিব কার্লোস রোজাস বলেছেন, মৃত্যুর মধ্যে কমপক্ষে পাঁচজন সরাসরি বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর কারণ নিশ্চিত করার বিষয়ে আশা করা হচ্ছে রবিবারই ঘোষণা আসবে বলে জানিয়েছেন দেশটির এটর্নি জেনারেল অফিসের এক প্রতিনিধি। ক্যালি শহরটি কলাম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর। বিক্ষোভ দমনে এখানে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক।