কানাডায় গোলাগুলিতে নিহত ১, আহত ৪
Share Now..
কানাডার টরেন্টোতে এক গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার (৩০ মে) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয় স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় সন্দেহজনক অভিযুক্ত কারও ব্যাপারে পুলিশের কাছে আগাম কোনো তথ্য ছিল না। হত্যাকাণ্ড ও অপরাধ তদন্ত বিষয়ক পুলিশের বিশেষ দল ঘটনাটি খতিয়ে দেখবে।
স্থানীয় সংবাদদাতাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ছোট একটি শপিংমলের ভেতরে চিকেন ল্যান্ড নামে একটি রেস্টুরেন্টে এই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।