কোটচাঁদপুরে প্রামাণ্য অনুষ্ঠান “তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠিত

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ বেতারের বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে তরুণদের অংশগ্রহনে বহিঃধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান “তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোহিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মো. মহাসীন আলী, সিনিয়র সাংবাদিক শেখ নজরুল ইসলাম, এসএম রায়হান উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে নানামূখি কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত, তারুণ্যের কন্ঠের উপস্থাপক সজীব দত্ত জানান, আগামী ১৮ ডিসেম্বর রাত ৮.১০ টায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফএম ১০ মেগাহার্টজ এ প্রচারিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *