দাচিগাম অভয়ারণ্যে শিক্ষার্থীদের জন্য সফরের আয়োজন করেছে কাশ্মির ক্রাইম ব্রাঞ্চ
Share Now..
নাগরিক কর্মসূচির অধীনে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের জন্য দাচিগামে জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্যে শিক্ষার্থীদের একটি সফর আয়োজন করেছে কাশ্মিরের ক্রাইম ব্রাঞ্চ। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া ব্লুমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জন শিক্ষার্থীকে জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্যে নেওয়া হয়েছে। এর বাইরে দর্শনীয় স্থানগুলো ছাড়াও শিক্ষার্থী এবং কর্মচারীদের দাচিগাম বন্যপ্রাণী অভয়ারণ্যের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়েছে।
সফরে শিক্ষার্থী ও শিক্ষকরা একইভাবে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন। কারণ, এই উদ্যোগ পুলিশ-জনসম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।