টেস্টে নেই রোহিত, ওয়ানডেতে কোহলির না খেলার আশঙ্কা

Share Now..

আগামী ২৬ ডিসেম্বর থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। এরপর তিন ম্যাচের ওয়ানডেও খেলবে উভয় দল। কিন্তু চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সদ্যই লাল বলে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মা। ফলে তার বদলি দলে নেওয়া হয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চালকে।

এদিকে, গুঞ্জন ওঠেছে ওয়ানডে সিরিজ খেলবেন না সাদা বলের অধিনায়কত্ব হারানো বিরাট কোহলি। কিন্তু কেন খেলবেন না সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
স্বেচ্ছায় ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এর পরই রোহিত শর্মাকে এই ফরম্যাটের অধিনায়ক করা হয়। সম্প্রতি ওয়ানডে দলের নেতৃত্বও রোহিতের কাঁধে দেওয়া হয়েছে। কিন্তু বলা হচ্ছে, এক প্রকাশ জোর করেই না কি বিরাট কোহলির কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। তবে টেস্ট বা লাল বলের অধিনায়ক তিনিই থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *