হরিনাকুণ্ডুতে আলমসাধু ইজিবাইক সংঘর্ষে ১ শিশু নিহত ।। আহত ৬

Share Now..

হরিনাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে আবারও আলমসাধু সথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে।
এসময় আলমসাধু ড্রাইভার সহ ৬ জন আহত হয়। নিহত শিশুকন্যা আছিয়া বেগম(৩) উপজেলার দরীবিন্নি গ্রামের রিপন আলীর কন্যা।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামে হরিণাকুণ্ডু ঝিনাইদহ সড়কে।
আহতরা দরীবিন্নী গ্রামের হাসান মন্ডলের স্ত্রী মনিরা খাতুন (৩৫), রিপন আলীর স্ত্রী মুসলিমা খাতুন( ৩০), লিয়াকত মন্ডলের স্ত্রী আকলিমা বেগম (৪০), মিল্টন আলীর স্ত্রী রোজিনা খাতুন (৪৫)
মৃত কেসমত মন্ডলের পুত্র মিল্টন মন্ডল (৪৭),আলমসাধু ড্রাইভার বিশয়খালী গ্রামের গনি মন্ডলের পুত্র রাজীব হোসেন।
বর্তমানে আহতরা হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আর নিহত শিশুর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে।
হরিনাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আব্দুল রহিম মোল্লা ঘটনা সত্য বলে জানান,
এলাবাসী প্রত্যক্ষদর্শী জানায় সোমবার দুপুর আনুমানিক সোয়া দুইটা নাগাদ ঝিনাইদহ গামী যাত্রী বোঝাই একটি ইজিবাইক উপজেলার পৌরসভাধীন মান্দারতলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই দ্রুতগতিসম্পন্ন অবৈধ আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষে ইজিবাইকে থাকা শিশু আছিয়া সহ জন আরোহী গুরুতর আহত হয়। এলাকাবাসি আহতদের উদ্ধার করে হরিনাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আছিয়াকে মৃত ঘোষণা করেন।
উপজেলাবাসী অভিশপ্ত ঘাতক অবৈধ যান আলমসাধু বন্ধে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা সহ উর্ধতন কর্তাব্যক্তিদের আসু হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *