বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ‘টারজান’ লারা
বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমা ‘টারজান’র অভিনেতা জো লারা (৫৮) ও তার স্ত্রী গোয়েন লারা জো নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে এ দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাত থেকেই ওই লেকে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানায়, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে। এতে মোট ৭ জন আরোহী ছিলেন। বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ ‘টারজান’ লারা নিহত সেখানেই দমকল ও বিপর্যয় বাহিনীর প্রধান বলেন, ‘আমরা শুধু দেহগুলো উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। কারণ জানি, কেউ বেঁচে নেই।’ জো লারা ‘টারজান’ ছবি ও ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয় হয়েছেন। ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ইন ম্যানহাটন’-এ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ কাজ করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়েছিল।
Muchas gracias. ?Como puedo iniciar sesion?