অবসরের ঘোষণা দিলেন হরভজন সিং
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। তবে আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ছিলেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী হরভজন সিং।
শুক্রবার (২৪ ডিসেম্বর) টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় হরভজন সিং বলেন, অনেকভাবেই আমি এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছি। কিন্তু আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া হয়ে ওঠেনি।
তিনি বলেন, ‘জীবনে এমন সময় আসে যখন আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয়। আমি গত কয়েক বছর ধরেই এই ঘোষণাটি দিতে চাচ্ছিলাম। কিন্তু আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’
তিন ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হরভজন সিং। এর মধ্যে ১০৩ টেস্টের ১৯০ ইনিংসে উইকেট শিকার করেছেন ৪১৭টি। ১০ উইকেট ৫ বার ও ৫ উইকেট ২৫ বার নিয়েছেন তিনি। ওয়ানডেতে ২৩৬ ম্যাচে তার শিকার ২৬৯টি উইকেট। আর ২৮ টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ২৫টি
Instalación simple y descarga gratuita, no se requieren conocimientos técnicos y no se requiere raíz.Grabacion de llamadas, Grabacion de entorno, Ubicaciones GPS, Mensajes Whatsapp y Facebook, Mensajes SMS y muchas características mas.