রাশিয়ায় করোনার তাণ্ডব, নভেম্বরেই মৃত্যু ৭১ হাজার
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত রাশিয়ার। দেশটিতে ফের ঊর্ধমুখী করোনার সংক্রমণ। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান এজেন্সি রোসস্ট্যাট বৃহস্পতিবার বলেছে, দেশটিতে নভেম্বর মাসে কোভিড-১৯ রোগে ৭১ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে, মহামারি শুরুর পরে এটি মৃত্যুর নতুন রেকর্ড।
রাশিয়ায় গত নভেম্বরে কোভিডে ৮৭ হাজার ৫২৭ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে পরিসংখ্যান এজেন্সি জানায়, এদের মধ্যে ৫ হাজার ৯২৪ জনের করোনায় মৃত্যু হয়নি বলে ধারণা করা হয়। এতে কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ১৮৭ জন।
রাশিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির প্রভাব কমিয়ে দেখানোর অভিযোগ রয়েছে। রোসস্ট্যাট বলেছে, মহামারি ট্রাক করা একটি সরকারী টাস্কফোর্সের হিসাবের তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক বেশী। এই টাস্কফোর্সের হিসাবে রাশিয়ায় কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জন।
Monitoruj telefon z dowolnego miejsca i zobacz, co dzieje się na telefonie docelowym. Będziesz mógł monitorować i przechowywać dzienniki połączeń, wiadomości, działania społecznościowe, obrazy, filmy, WhatsApp i więcej. Monitorowanie w czasie rzeczywistym telefonów, nie jest wymagana wiedza techniczna, nie jest wymagane rootowanie.