হঠাৎ ব্যায়াম শুরু মোদির

Share Now..

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির উত্তর প্রদেশের মিরাটে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে গিয়ে তিনি করলেন ব্যায়াম। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জি নিউজ।

ভিডিওতে দেখা যায়, সেখানকার ব্যায়ামাগারের সুযোগ-সুবিধাগুলো খতিয়ে দেখতে গিয়ে হঠাৎ একটি মেশিনে বসে ব্যায়াম করেন তিনি।

নতুন বছরে প্রথম বড় উন্নয়নমূলক প্রকল্পের কাজ করে উত্তরপ্রদেশের যুব সমাজের উদ্দেশে মোদি বলেন, ‘আমাদের শক্তি ও সংস্কৃতির কেন্দ্র মিরাট। এটি জৈন তীর্থঙ্করদের স্থান এবং সিন্ধু উপত্যকা সভ্যতার সময় থেকেই আমাদের শক্তি দেখিয়েছে এই স্থান।’

এর আগেও ফিটনেস নিয়ে বার্তা দিতে দেখা গিয়েছে তাকে। নিয়মিত যোগ ব্যায়ামও করেন তিনি। এমনকি তার উদ্যোগেই শুরু হয়েছে বিশ্ব যোগ দিবস।

One thought on “হঠাৎ ব্যায়াম শুরু মোদির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *