ইসরায়েলে রেকর্ড সংক্রমণ, শঙ্কা বাড়ছে

Share Now..

ইসরায়েলে ফের হুহু করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ঘোষণা দিয়েছে, নতুন করে করোনায় প্রায় ১২ হাজার শনাক্ত হয়েছে। যা করোনা সংক্রমণের দিক দিয়ে দেশটিতে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার দেশটিতে করোনায় শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৭৮ জন। যা এর আগে গত বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ রেকর্ড ছিল ১১ হাজার ৩৪৪ জন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, দেশটিতে বর্তমানে করোনার রোগী আছে প্রায় ৬০ হাজার জন। এরমধ্যে গত বুধবারের গুরুতর রোগী ছিলেন ১২৫ জন।

দেশটির ৯ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষকে করোনার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে সম্প্রতি দেশটি ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে করোনার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার ইসরায়েল প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শঙ্কা করেছেন দেশটিতে করোনার সংক্রমণ বাড়বে এবং জনগণকে টিকা দিতে আহ্বান জানান।

One thought on “ইসরায়েলে রেকর্ড সংক্রমণ, শঙ্কা বাড়ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *