শৈলকুপায় শান্তিপূর্ণ ভোট অনুষ্টিত, ৭টিতে নৌকা ২টিতে স্বতন্ত্র

Share Now..

শৈলকুপা সংবাদদাতা:

ঝিনাইদহের শৈলকুপায় শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়েছে। বুধবার উপজেলার ১৪টির মধ্যে ১২টি ইউনিয়নের ৯টিতে এ ভোট অনুষ্ঠিত হয়। ১২টি ইউনিয়নের মধ্যে পূর্বেই ৩টি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দীতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী ঘোষনা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, শৈলকুপায় ১২টি ইউনিয়নে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্টিত হয়। ১২টি ইউনিয়নের ৯টিতে ১নং ত্রিবেণী ইউনিয়নে নৌকা মার্কার সেকেন্দার আলী মোল্যা, ২নং মির্জাপুর ইউনিয়নে নৌকা মার্কার ফিরোজ আহম্মেদ, ৩নং দিগনগর ইউনিয়নের নৌকা মার্কার জিল্লুর রহমান তপন, ৫নং কাঁচেরকোল ইউনিয়নে নৌকা মার্কার সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, ৬নং সারুটিয়া ইউনিয়নে নৌকা মার্কার মাহমুদুল হাসান মামুন, ১১নং দিগনগর ইউনিয়নে স্বতন্ত্র আনারস মার্কার হেলাল উদ্দিন বিশ^াস, ১৩নং উমেদপুর ইউনিয়নে নৌকা মার্কার সাব্দার হোসেন মোল্যা, ১৪নং দুধসর ইউনিয়নে সাহাবুদ্দিন সাবু এবং ১৫নং ফুলহরী ইউনিয়নে স্বতন্ত্র আনারস মার্কার আওলাদ হোসেন। এছাড়া ৭নং হাকিমপুর ইউনিয়নে, ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নে ও ১০নং বগুড়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দীতায় নৌকা মার্কার প্রার্থী আগেই বিজয়ী ঘোষনা করা হয়। বাকী দুটি ইউনিয়নে র্ফেরুয়ারীর ৭ ও ১০ তারিখে ভোট অনুষ্ঠিত হবে।

One thought on “শৈলকুপায় শান্তিপূর্ণ ভোট অনুষ্টিত, ৭টিতে নৌকা ২টিতে স্বতন্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *